ব্যাপক অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় চরম অস্থিরতা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে শনিবার সন্ধ্যা ৬টা থেকে দেশটির সরকার কারফিউ জারি করে। যদিও তা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেও অনেকে বাংলাদেশ থেকে নানা কাজে শ্রীলঙ্কা যাচ্ছেন। তাই বাংলাদেশিসহ বিদেশিদের যাতায়াত নির্বিঘ্ন করতে নির্দেশনা দিয়েছে দেশটি।

মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) এ বিষয়ে একটি চিঠি দেয় শ্রীলঙ্কার সিভিল এভিয়েশন।

দেশটির সিভিল এভিয়েশনের চেয়ারম্যান উপুল ধার্মাদাসা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ থেকে যারা শ্রীলঙ্কা যাবে, তাদের বাংলাদেশের বিমানবন্দর থেকে স্ব স্ব এয়ারলাইন্সের যেই বোর্ডিং পাস দেওয়া হবে সেটাই তাদের কারফিউ পাস হিসেবে গণ্য হবে। আর যেসব বাংলাদেশি শ্রীলঙ্কা থেকে দেশে ফিরবে তাদের এয়ারলাইন্সের ই-টিকিটের কপিই তাদের কারফিউ পাস হিসেবে গণ্য হবে। বোর্ডিং পাস এবং ই-টিকিট আইনশৃঙ্খলা বাহিনীকে দেখালেই তারা কারফিউতে চলাচল নিশ্চিত করবে।

বাংলাদেশ থেকে বর্তমানে শ্রীলঙ্কার কলম্বো রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে শ্রীলঙ্কান এয়ারলাইন্স। তবে এশিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি এয়ারলাইন্স ট্রানজিট ফ্লাইটে শ্রীলঙ্কা যায়।

এআর/এসএসএইচ