বাংলাদেশি যাত্রীদের ৪০ হাজার ৬২৫ টাকায় শ্রীলঙ্কা ঘুরিয়ে আনবে দেশটির উড়োজাহাজ প্রতিষ্ঠান শ্রীলঙ্কান এয়ারলাইন্স। 

রোববার (৩ এপ্রিল) যাত্রীদের উদ্দেশে এ ভাড়া ঘোষণা করা হয়। ৪০ হাজার ৬২৫ টাকায় একজন যাত্রী ঢাকা থেকে কলম্বো ও কলম্বো থেকে ঢাকায় আসার রিটার্ন টিকেট কাটতে পারবেন। তবে শ্রীলঙ্কার কোনো নাগরিক এ ভাড়ায় যাতায়াত করতে পারবে না।

শ্রীলঙ্কান এয়ারলাইন্স জানায়, এ বছরের মে মাসের ৩০ তারিখ পর্যন্ত যাত্রীরা ছাড়ে টিকেট বুকিং পারবেন। আর সেই টিকেট দিয়ে ভ্রমণ করা যাবে জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত। 

বর্তমানে ঢাকা থেকে শ্রীলংকার কলম্বোতে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স। এই রুটে প্রতিদিন একটি ফ্লাইট রয়েছে তাদের।

এআর/ওএফ