কৃষি উদ্ভাবন মিশনের বৈঠকে যোগ দিতে দুবাই যাচ্ছেন মন্ত্রী
সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে এগ্রিকালচার ইনোভেশন মিশন ফর ক্লাইমেটের বৈঠকে অংশ নিতে দুবাই যাচ্ছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
শনিবার দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বেন মন্ত্রী। ২০-২১ ফেব্রুয়ারি দুবাইয়ের ওয়ার্ল্ড এক্সপোতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এগ্রিকালচার ইনোভেশন মিশন ফর ক্লাইমেট মূলত সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যৌথ উদ্যোগ। গত বছর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত ২৬তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ-২৬) আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।
২০২১-২৫ মেয়াদে পাঁচ বছরব্যাপী এ উদ্যোগের উদ্দেশ্য- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্মার্ট কৃষি প্রযুক্তি ও ফুড সিস্টেম উদ্ভাবনে বর্ধিত বিনিয়োগ, গবেষণা ও সহযোগিতা সম্প্রসারণ। প্রাথমিকভাবে এ খাতে চার বিলিয়ন ডলার বর্ধিত বিনিয়োগ করা হয়েছে। বাংলাদেশসহ বর্তমানে ৩৬টি দেশের সরকার ও ৭৫টি বেসরকারি প্রতিষ্ঠান এ মিশনের অংশীদার।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী মারিয়ম আলমেইরি, যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব এগ্রিকালচার থমাস জে ভিলস্যাকসহ প্রায় ৩০টি দেশের কৃষিমন্ত্রী ও অন্যান্য বেসরকারি প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বৈঠকে বাংলাদেশের কৃষি খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, তা মোকাবিলায় সরকারে উদ্যোগ ও চ্যালেঞ্জ তুলে ধরবেন।
মন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলে রয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
বৈঠক শেষে কৃষিমন্ত্রী দুবাই ওয়ার্ল্ড এক্সপোতে এক সেমিনারে অংশ নেবেন। এছাড়া তিনি বাংলাদেশি ও প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। আগামী ২৩ ফেব্রুয়ারি মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
এসএইচআর/আরএইচ