ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস শুরু, চলবে ৩১ আগস্ট পর্যন্ত
দেশব্যাপী কৃষি ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিয়ে ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ২০২১-এর ট্রেনিং সেশন শুরু হয়েছে। ১১ দিনের এ কংগ্রেস শেষ হবে আগামী ৩১ আগস্ট।
শনিবার (২১ আগস্ট) শুরু হওয়া এ ন্যাশনাল কংগ্রেসের চার দিনের ট্রেনিং সেশনের ১ম দিন মেন্টর হিসেবে ছিলেন জাতিসংঘের খাদ্য এবং কৃষি বিষয়ক সংস্থার হেড অব ইমার্জেন্সি মেজবানুর রহমান লেমন। খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও) কীভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে, সে বিষয়ে তিনি আলোচনা করেন।
বিজ্ঞাপন
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের কৃষি ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস আয়োজন করা হয়ে থাকে। এবছর ন্যাশনাল কংগ্রেসের ২য় আসর অনুষ্ঠিত হচ্ছে। এবারের আসরের আলোচ্য বিষয় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে কৃষি এবং সংশ্লিষ্ট বিষয়াবলী’।
ট্রেনিং সেশনগুলো সাজানো হয়েছে আধুনিক প্রযুক্তিগত কৃষি কীভাবে টেকসই করা সম্ভব এ সম্পর্কিত ধারণা শিক্ষার্থীদের দেওয়ার জন্য। প্রতিটি সেশন শেষে শিক্ষার্থীদের জন্য থাকছে সেই বিষয় সংশ্লিষ্ট কুইজ প্রতিযোগিতা। এছাড়া শিক্ষার্থীদের কৃষি বিষয়ক জ্ঞানকে কাজে লাগানোর জন্যও থাকছে প্রতিযোগিতার ব্যবস্থা। যেখানে তারা তাদের কৃষি বিষয়ক জ্ঞান ও বাজেট তৈরির দক্ষতারও প্রমাণ রাখতে পারবে। কম্পিটিশন রাউন্ডে বিচারক হিসেবে থাকবেন আম্বার গ্রুপের সাপ্লাই চেইন ম্যানেজার মো. শাহাদাত হোসাইন সাজ্জাদ এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড পলিসি বিভাগের সহকারী অধ্যাপক মো. সেরফ-উল-আলম।
চার দিনের ট্রেনিং সেশনের পর থাকছে রাউন্ড টেবিল ডিসকাশন ও ফোরাম ডিসকাশন রাউন্ড। রাউন্ড টেবিল ডিসকাশনে অতিথি হিসেবে থাকবেন আম্বর গ্রুপের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কর্মকর্তা মো. শাহাদাত হোসাইন সাজ্জাদ। ফোরাম ডিসকাশনে অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ পাটকল করপোরেশনের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোবারক আহমদ খান।
এ বছর ন্যাশনাল কংগ্রেসের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এমার্জিং ইয়ুথ অ্যাওয়ার্ড। কৃষিতে দক্ষ ও যোগ্য গবেষক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে এ সম্মাননা।
চার পর্বের ট্রেনিং সেশনে চারটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। অংশগ্রহণকারী হিসেবে থাকছেন সারাদেশ থেকে শতাধিক শিক্ষার্থী এবং মেন্টর হিসেবে থাকবেন দেশসেরা শিক্ষক, গবেষক, স্নাতক এবং আরও অনেক বরেণ্য ব্যক্তিত্ব, যারা নিজেদের অবস্থান থেকে দেশের কৃষি খাতে অসামান্য অবদান রেখে যাচ্ছেন।
সেশনের ২য় দিনে আজ থাকছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান। তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও কৃষির সংশ্লিষ্টতা নিয়ে।
সেশনের ৩য় ও ৪র্থ দিনে পর্যায়ক্রমে থাকছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একুয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সালাম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. সরদার শফিকুল ইসলাম। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে মৎস্য ও প্রাণিজ সম্পদ কীভাবে জড়িত এ বিষয়ে।
চার দিনের ট্রেনিং সেশনের পাশাপাশি বাজেটে দক্ষতা প্রদর্শনের জন্য কম্পিটিশন এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ইমার্জিং ইয়ুথ অ্যাওয়ার্ড; যেখানে বিশ্ববিদ্যালয় জীবনেই যারা সাফল্যের সঙ্গে গবেষণা এবং বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে নেতৃত্ব দিয়েছেন তাদের পুরস্কৃত করা হবে। এছাড়া প্রতিটি সেশন শেষে থাকছে বিশেষ কুইজ পর্ব যার মাধ্যমে অংশগ্রহণকারীরা পাবেন বিশেষ পুরস্কার।
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচার অ্যান্ড রিলেটেড সাইন্স (ইয়াস) বাংলাদেশে ২০১৭ সালে পথচলা শুরু করে। মোট ১১টি লোকাল কমিটি নিয়ে ইয়াস বাংলাদেশ পাঁচ বছরে পা রাখল।
একে/এসএসএইচ