ই-মেইলে মিলবে ভূমি মন্ত্রণালয়ের তথ্য
এখন থেকে ই-মেইলের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত যেকোনো তথ্য পাওয়া যাবে। এজন্য গ্রহীতাকে info@minland.gov.bd ঠিকানায় ই-মেইলের মাধ্যমে তথ্য জানতে চেয়ে যোগাযোগ (অনুরোধ) করতে হবে। এর পরিপ্রেক্ষিতে তথ্য অধিকার আইন অনুসারে মন্ত্রণালয় তথ্য সরবরাহ করবে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান, ভূমিসেবা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও পরামর্শসহ দেশে বিদ্যমান ভূমি সংক্রান্ত আইন ও বিধিবিধান সম্পর্কে জানতে ভূমিসেবা হটলাইন ১৬১২২-এ ফোন করার পাশাপাশি info@minland.gov.bd-তে ইমেইল করা যাবে।
ই-মেইল ব্যবস্থাপনার জন্য ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলেও এতে জানানো হয়।
এসএইচআর/এমএইচএস