তুলার সঙ্গে সাথী ফসল করে কৃষকদের লাভবান করার আহ্বান
তুলার সঙ্গে সাথী ফসল চাষ করে কৃষকদের লাভবান করার আহ্বান জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম।
রোববার (০৬ ডিসেম্বর) তুলা উৎপাদন কর্মকৌশল শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রাজধানীর খামারবাড়িতে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
কর্মশালায় কৃষি সচিব বলেন, তুলার সঙ্গে সাথী ফসল হিসেবে ধান, পেঁয়াজ, হলুদসহ অনেক ফসল উৎপাদন করা যায়। সাথী ফসল উৎপাদন করলে দুদিকে লাভবান হওয়া যাবে।
তিনি বলেন, দেশে খাদ্য উৎপাদন ব্যহত না করে বরেন্দ্র এলাকায়, চরাঞ্চলে, লবণাক্ত এলাকায়, পাহাড়ের ঢাল ও ভ্যালিতে তুলা উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। এর ফলে আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশে ২০ লাখ বেল তুলা উৎপাদন করা সম্ভব হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তুলা উৎপাদন কর্মকৌশল বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তুলা উন্নয়ন বোর্ডর উপ-পরিচালক ড. তাসদিকুর রহমান। এ সময়ে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
একে/এসএম