খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত প্রযুক্তির তাগিদ
ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার মূল চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা দ্বিগুণ করতে ধানের উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবনের ওপর তাগিদ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ২০১৯-২০ বছরের গবেষণা পর্যালোচনা বিষয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এ তাগিদ দেন। গাজীপুরে ব্রি’র মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল ও কৃষিসচিব মো. মেসবাহুল ইসলাম।
বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ব্রি’র উদ্ভাবিত জাত ও বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, বিজ্ঞানীদের উদ্ভাবিত সেরা জাতগুলো নিয়ে সব সংস্থার সমন্বিত উদ্যোগ নিতে হবে। যেন কৃষকের কাছে এগুলো জনপ্রিয় হয়। কৃষকের কাছে সহজে পৌঁছাতে হবে।
একাধিক পুষ্টি উপাদান সমৃদ্ধ জাতের ধান উদ্ভাবনের আহ্বান জানিয়ে ড. আব্দুর রাজ্জাক বলেন, মোটা চালের চাহিদা দিনদিন কমছে, সেজন্য চিকন চাল এবং কৃষক ও ভোক্তার চাহিদা বিবেচনা করে জাত উদ্ভাবনে এগিয়ে আসতে হবে।
ফসল উৎপাদনের সঠিক পরিসংখ্যানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিবিএস ও কৃষি বিভাগের পরিসংখ্যান মিলে না। কৃষি সম্প্রসারণের পরিসংখ্যানে মাঠ থেকে ফসল উৎপাদনের প্রকৃত তথ্য উঠে আসছে কি-না সেটি ক্রস চেক করা দরকার। মন্ত্রণালয় ও ব্রি’সহ অন্যান্য সংস্থাকে উৎপাদনের তথ্য ক্রস চেক করতে হবে।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। গত এক বছরের গবেষণার অগ্রগতি তুলে ধরেন ব্রির পরিচালক (গবেষণা) ড. কৃষ্ণ পদ হালদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ, বাংলাদেশ কৃষি উন্নয়ন করেপোরেশনের চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, সাবেক মহাপরিচালক মো. হামিদুর রহমান, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নাজিরুল ইসলামসহ অনেকে।
কর্মশালায় জানানো হয়, এখন পর্যন্ত ব্রি ১০৫টি উচ্চফলনশীল জাত ও ২৫০টি লাগসই কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে ব্রি ধানের জাত উদ্ভাবনে বড় সাফল্য পেয়েছে; এই সময়ে ৫৪টি জাত ও ২০০ এর বেশি প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে।
একে/জেডএস